ত্রাসের দেশ

করোনা সংক্রমণে গোটা বিশ্ব এখন লকডাউনে। বিশ্ব অর্থনীতির হিসেব ওলটপালট হয়ে গেছে। চরম আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন সেইসব মানু্ষজন যাঁরা দিন আনে দিন খান। পাশাপাশি গার্হস্থ্য হিংসাও তচনছ করে দিচ্ছে সংসার-সমাজের ভারসাম্যকে।

by তামান্না এমি | 14 May, 2020 | 797 | Tags : corona domestic violence gender division of labour domestic workers

পরিচারিকার লকডাউন যাপন

লকডাউনে গৃহপরিচারিকাদের কেউ কাজ হারিয়েছেন, কারো মাইনে কাটা গেছে। এই অসংগঠিত শ্রমিকদের জন্য আইন নেই, ইউনিয়নের জোর নেই। মালিকদের মর্জিমাফিক পারিশ্রমিক নির্ধারণ হয়। ইচ্ছে মতো ছাড়িয়ে দেওয়া যায়। লকডাউন তাঁদের জীবনকে ফেলে দিয়েছে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে।

by জিনাত রেহেনা ইসলাম | 31 May, 2020 | 1106 | Tags : domestic workers lockdown labour law coronavirus minimum wage